শিলিগুড়ি, ১৩ জুলাইঃ শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন বানেশ্বর মোড়ের কাছে দুই যুবকের উপর চাকু দিয়ে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, শিলিগুড়ির বানেশ্বর মোড়ের কাছে একটি গুদামে কাজ করতো বিহারের বাসিন্দা ফরিদ খান। ঘটনার সূত্রপাত দুদিন আগে।অভিযোগ, রাস্তা দিয়ে যাওয়ার সময় এক তরুণীকে অকথ্য ভাষায় মন্তব্য করে ফরিদ খান।এরপর সেই তরুণী বিষয়টি তার দুই ভাইকে জানালে তারা ফরিদকে শনাক্ত করে।এরপরই ফরিদ ও দুই যুবকের মধ্যে তুমুল বচসা বাধে।সেইসময় ফরিদ ধারালো অস্ত্র দিয়ে ওই দুই ভাইয়ের উপর হামলা চালায় বলে অভিযোগ।একজনের গলায় ও অপরজনের হাতে গুরুতর আঘাত লাগে।
ঘটনার খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দারা গুদামে ঢুকে ফরিদের খোঁজ করে এবং সেখানে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আশিঘর ফাঁড়ির পুলিশ।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে এসিপি রবিন থাপা ও ভক্তিনগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
পরে অভিযুক্ত ফরিদ খানকে ভক্তিনগর থানায় নিয়ে যায় পুলিশ।এদিকে আহত দুই যুবক শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি।গোটা ঘটনার তদন্তে পুলিশ।