আলিপুরদুয়ার, ৩ জানুয়ারিঃ ডুয়ার্সের চা বলয়ে হাতির হানা অব্যাহত।বৃহস্পতিবার রাতে ফের ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের বড় লাইনে তান্ডব চালালো একটি দাঁতাল হাতি।
জানা গিয়েছে, দাঁতাল হাতিটি এলাকায় ঢুকে সাতটি বাড়িতে হামলা চালায়।এলাকার বাসিন্দা সুশিলা ওঁরাও এবং বাবলু ভুমিজের ঘর পুরোপুরি ভেঙে ফেলে হাতি।এছাড়াও আরও ৫টি বাড়িতে হানা দিয়ে ঘর ক্ষতিগ্রস্থ করার পাশাপাশি আটা, চাল সাবাড় করে দাঁতাল হাতিটি।হাতির তান্ডবে আতঙ্কিত এলাকাবাসী।
হাতির হানা রুখতে বন দপ্তরের কাছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।