শিলিগুড়ি, ১০ ফেব্রুয়ারিঃ করোনা এবং লকডাউনের প্রভাব পড়েছে সবক্ষেত্রেই।এরফলে ক্ষতিগ্রস্থ হয়েছেন ট্যাক্সি চালকরা।পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেও ট্যাক্সি চালকদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়।এরপরই গাড়ির ট্যাক্সে ছাড়, গাড়ির ভাড়া বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে ট্যাক্সি ড্রাইভার অ্যাসোসিয়েশন ধর্মঘট শুরু করে।তাদের এই ধর্মঘটের জেরে রাজ্য সরকার ট্যাক্সি ড্রাইভার অ্যাসোসিয়েশন এর দাবী মেনে নেয়।
আজ পর্যটন মন্ত্রী গৌতম দেব মৈনাক টুরিস্ট লজে একটি সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে জানান।তিনি বলেন, লকডাউনে যেসমস্ত গাড়ির ট্যাক্স ও বিমা জমা দেওয়ার মেয়াদ শেষ হয়েছে সেই চালকরা দুটি কিস্তিতে তা দিতে পারবেন।এছাড়াও ট্যাক্স জমা দেওয়ার মেয়াদ বাড়িয়ে জুন মাস অবধি করা হয়েছে।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে পর্যটন সংস্থা ও ট্যাক্সি ড্রাইভার অ্যাসোসিয়েশন স্বাগত জানিয়েছেন।অন্যদিকে, এনটিডিএন সংস্থার তরফে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং পর্যটনমন্ত্রী গৌতম দেবকে ধন্যবাদ জানান।