রাজগঞ্জ, ৪ জুনঃ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত পায়েল চক্রবর্তীর মাধ্যমিকে নজরকাড়া ফল।প্রাপ্ত নম্বর ৫২৮।সাহুডাঙ্গিহাট পিকে রায় হাইস্কুলের ছাত্রী।স্বপ্ন রয়েছে আগামীতে শিক্ষিকা হয়ে পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজের জন্য কাজ করা।কিন্তু অসুস্থতার জন্য ইচ্ছে পূরণ হবে কি না তা নিয়ে চিন্তায় পায়েল ও তার পরিবার।
শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোড়ামোড়ের শ্যামল চক্রবর্তীর মেয়ে পায়েল।শ্যমলবাবু পেশায় পুরোহিত।পায়েলের এই সাফল্যে খুশি পরিবার।
পায়েল জানায়, আমি থ্যালাসেমিয়ার রোগী।আমাকে মাসে মাসে গিয়ে রক্ত দিতে হয়।শরীর অসুস্থ থাকে।কিন্তু অসুস্থতার মধ্যেও পড়াশোনা করতে হয়।এছাড়া করোনার জন্য স্কুল, টিউশন বন্ধ থাকায় সমস্যা হয়েছিল।আশা ছিলো আরো ভালো ফল করার।আগামীতে ইংরেজি শিক্ষিকা হতে চাই।
পায়েল মা প্রতিমা চক্রবর্তী ও তার দিদা গোলাপি মুখার্জি বলেন, পায়েলের ৫ বছর বয়স থেকেই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত।অনেক সময় অসুস্থতার জন্য পায়েলের পড়াশোনা করতে অসুবিধা হয়।তবে অসুস্থতার মধ্যেও তার এই ফলে আমরা সকলে খুশি।