রাজগঞ্জ, ১৪ মার্চঃ নিয়মিত স্কুলে আসেন না শিক্ষকরা অথবা অধিকাংশ শিক্ষক অনুপস্থিত থাকেন। এমনকি সঠিকভাবে মিড ডে মিল খাওয়ানো হয় না। এই অভিযোগে শনিবার রাজগঞ্জের লক্ষ্মীস্থান প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভ দেখান অভিভাবক ও স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, শিক্ষকরা সকাল ১১ টার পরে স্কুলে আসেন। আবার নিজেদের ইচ্ছামত কেউ কেউ স্কুল থেকে বেড়িয়ে যান। এদিনও স্কুলের ১১ জন শিক্ষকের মধ্যে মাত্র ৫ জন স্কুলে আসেন। তারাও আসেন ১১ টার পর। অন্যান্য শিক্ষকরা কেন স্কুলে আসেননি তার সদুত্তর দিতে পারেননি স্কুল কর্তৃপক্ষ।
স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত দাস বলেন, শিক্ষকরা নিয়মিত এবং সঠিক সময়ে স্কুলে আসেন। আজ বিভিন্ন কারণে কয়েকজন শিক্ষক স্কুলে আসতে পারেননি। স্থানীয়রা কেউ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা অভিযোগ করছেন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সহকারি বিদ্যালয় পরিদর্শক রাজীব চক্রবর্তী।