শিলিগুড়ি, ৪ আগস্টঃ প্রচুর পরিমাণে চোরাই সেগুন কাঠ সহ ৭ জনকে গ্রেফতার করল বৈকুন্ঠপুর বনবিভাগের সারুগারা রেঞ্জের বনকর্মীরা। গ্রেফতার ৭ জনের মধ্যে রয়েছেন এক কাস্টমস অফিসার এবং এক জিএসটির অফিসার।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে সারুগারা রেঞ্জ জানতে পারে শহরে একটি গুদামে লুকিয়ে রাখা হয়েছে বিপুল পরিমাণ চোরাই সেগুন কাঠ।এরপরই নজরদারি শুরু করে বনবিভাগ।মঙ্গলবার রাতে সেই কাঠ কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় কাঠ বোঝাই একটি লরি এবং একটি চারচাকা গাড়ি আটক করে বনদফতর।উদ্ধার হয় প্রচুর পরিমাণে সেগুন কাঠ।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ধৃত ৭ জনের মধ্যে একজন কাস্টমস সুপারিনটেনডেন্ট অভিমুন্য মাঝি এবং অন্যজন জিএসটি অফিসার দেবাশিষ ধর।জিএসটি অফিসার দেবাশিষ ধরকে আগেই সাসপেন্ড করেছিল দফতর।তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।উদ্ধার হওয়া কাঠের বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ টাকা।
বনবিভাগের এডিএফও জয়ন্ত মন্ডল বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা।যাদের উপর রক্ষার দায়িত্ব তারা এসবে জড়িয়ে পড়ছে।