শিলিগুড়ি, ২০ সেপ্টেম্বরঃ শিলিগুড়ির তিনবাত্তি সংলগ্ন তিস্তা ব্যারেজ হাউজিং কমপ্লেক্সে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।মৃতের নাম কার্তিক সরকার।জ্যোতির্ময় কলোনীর বাসিন্দা ছিলেন তিনি।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে তিনবাত্তি সংলগ্ন তিস্তা ব্যারেজে বিদ্যুৎ বিভাগের অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছিলেন।মঙ্গলবার সকালে সরকারি কর্মীরা কাজে যোগ দিতে এসে ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।তৎক্ষণাৎ খবর দেওয়া হয় এনজেপি থানার পুলিশকে।পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।