ফুলবাড়ি, ২৭ মার্চঃ ফুলবাড়ি তিস্তা ক্যানেলে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক গৃহবধূর।স্থানীয়দের তৎপরতায় বাঁচলেন মহিলা।বুধবার ঘটনাটি ঘটে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ২ নম্বর গ্রামপঞ্চায়েতের পশ্চিমধনতলা এলাকায়।
জানা গিয়েছে, এদিন স্থানীয় কয়েকজন বাসিন্দা এক মহিলাকে তিস্তা ক্যানেলের পাশ দিয়ে ঘোরাফেরা করতে দেখেন।প্রথমে বুঝতে পারেননি মহিলা তিস্তা চ্যানেলে ঝাঁপ দেবেন।এরপর মহিলা হঠাৎই ক্যানেলের রেলিং এর উপরে উঠে যান।সেইসময় দৌড়ে যান স্থানীয় এক ব্যক্তি রঞ্জিত বিশ্বাস।মহিলার হাত চেপে ধরে টেনে নিয়ে আসেন ক্যানেলের পারে।
এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।পারিবারিক অশান্তির জেরে তিস্তা ক্যানেলে ঝাঁপ দিতে এসেছিলেন বলে জানা গিয়েছে।পরে সেই মহিলার পরিচয় জেনে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
এই বিষয়ে রঞ্জিত বিশ্বাস জানান, বর্তমানে ক্যানেলে প্রচুর জল ও স্রোত রয়েছে।ক্যালানে একবার পড়ে গেলে কেউ বাঁচতে পারবে না।যদি সঠিক সময়ে আমি দৌড়ে গিয়ে না ধরতে পারতাম তাহলে হয়তো তাকে প্রাণে বাঁচানো সম্ভব হত না।