রাজগঞ্জ, ২১ সেপ্টেম্বরঃ ফুলবাড়ির তিস্তা ক্যানেলের জলে ঝাঁপ যুবকের।যুবকের খোঁজ চালাচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ।ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় ফুলবাড়ি ২নম্বর গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি-আমবাড়ি তিস্তা ক্যানালের লক্ষীজোত এলাকায়।যুবকের নাম অশোক পন্ডিত(৩১)।তার বাড়ি শিলিগুড়ি সংলগ্ন ইস্টার্ন বাইপাসের বুড়াবুড়ি মন্দির এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় অশোক ও তার মা ফুলবাড়ি তিস্ত্যা ক্যানেল এলাকায় ঘুরতে যান।এরপর হঠাৎই ক্যানেলের জলে ঝাঁপ দেয় অশোক।বেশকয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গিয়েছে।
খবর পেয়ে এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়।তবে খোঁজ মেলেনি।এরপর মঙ্গলবার সকাল থেকে বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা বোট নিয়ে যুবকের খোঁজ শুরু করেছে।যদিও এখনও পর্যন্ত খোঁজ মেলেনি।