শিলিগুড়ি, ১৯ অক্টোম্বরঃ ফুলবাড়ির তিস্তা ক্যানাল থেকে উদ্ধার হল এক শিশুর মৃতদেহ।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, বুধবার দুপুরে ফুলবাড়ি পশ্চিম ধনতলা এলাকায় তিস্তা ক্যানেলের ধারে কয়েকজন যুবক মাছ ধরার সময় ক্যানেলের জলে এক শিশুর মৃতদেহ ভেসে আসতে দেখেন।যুবকেরাই শিশুর মৃতদেহ উদ্ধার করে খবর দেন পুলিশকে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।