জলপাইগুড়ি, ১৬ অক্টোবরঃ তিস্তায় ভেসে উঠল হাজার হাজার মরা মাছ।শুক্রবার জলপাইগুড়ি জেলা স্কুল সংলগ্ন তিস্তা নদীর ঘটনা।
এদিন সকালে এলাকার বাসিন্দারা নদীতে প্রচুর মরা মাছ ভেসে উঠতে দেখেন।কেউ বা কারা বিষ দিয়ে নদীতে মাছ ধরার চেষ্টা করে বলে জানা গিয়েছে।এই বিষয়ে মৎস্য দপ্তরের তরফে জানানো হয়, যারা এই কাজে যুক্ত তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।
জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডঃ রাজা রাউত বলেন, যারা এই কাজের সাথে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি দেওয়া দরকার।এভাবে বিষ দেওয়ার ফলে নদীতে বসবাসকারী বহু জীবজন্তুর ক্ষতি হচ্ছে।