জলপাইগুড়ি, ৩০ জুনঃ তিস্তা ও জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় সেচ দপ্তরের পক্ষ থেকে জারি করা হল হলুদ সতর্কতা।
সেচ দপ্তর সুত্রে খবর, জলঢাকা নদীর ওপর ৩১ নম্বর জাতীয় সড়কে হলুদ সংকেত জারি করা হয়েছে।লাগাতার বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা নদী।তিস্তার দোমহনী থেকে বাংলাদেশ সীমান্ত মেখলিগঞ্জ পর্যন্ত অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।তিস্তা নদীর জলে জলমগ্ন হয়েছে মালবাজারের বেশকিছু এলাকা।