শিলিগুড়ি, ৩০ জানুয়ারিঃ তিস্তায় ঝাঁপ দিয়ে মৃত্যু হল এক বিএলও এর। বৃহস্পতিবার বিকেলে সেবকের কাছে ঘটনাটি ঘটে।মৃত বিএলও শ্রবণ কাহার শিলিগুড়ির এক নম্বর ওয়ার্ডের ধর্মনগর এলাকার বাসিন্দা ছিলেন।তিনি ৪৭ নম্বর বুথের বিএলও ছিলেন। খালপাড়ায় হিন্দি প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন।
পরিবারে স্ত্রী ও এক ছেলে রয়েছেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টা নাগাদ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। খবর পেয়ে পরিবার পৌঁছায়। দেহ উত্তরবঙ্গ মেডিক্যালে নিয়ে আসা হলে সেখানে পৌঁছান তৃণমূল নেতৃত্বরা। শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেবও যান সেখানে।
এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় পাঠক জানান, এসআইআর এর কাজ নিয়ে মানসিক চাপে ছিলেন বলেই জানিয়েছিলেন।
অন্যদিকে পুরো ঘটনায় মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে বলে জানান মেয়র গৌতম দেব। রাতেই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি।
