ফুলবাড়ি, ৬ মেঃ রাজবংশী সম্প্রদায়ের চিরাচরিত সংস্কৃতি মেনে তিস্তাবুড়ির পুজো করলেন ফুলবাড়ির পশ্চিম ধনতলার মহিলারা।শুক্রবার সন্ধ্যায় পাড়ার মহিলারা একজোট হয়ে স্থানীয় ফুলবাড়ির মহানন্দা নদীর পাড়ে এই পুজো করেন।
জানা গিয়েছে, তিস্তাবুড়ির পুজোতে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা ও পরিবারের মঙ্গল কামনায় মানত করা হয়। রাজবংশী সম্প্রদায়ের মধ্যে যুগ যুগ ধরে এই ধর্মীয় অনুষ্ঠান হয়ে আসছে। এই সংস্কৃতিটি মেছিনী, তিস্তাবুড়ি ও ভেদিখেলি নামে পরিচিত।
কিন্তু এই সংস্কৃতি ক্রমশ হারিয়ে যেতে বসেছে।সেই সংস্কৃতি ধরে রাখতে পুজো করলেন রাজগঞ্জের ফুলবাড়ির ২ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলার মহিলারা। পুরোনো রীতি মেনে শ্রদ্ধা সহকারে পুজো করা হয়।পুজোতে পরিবার সহ সকলের মঙ্গল কামনা করেন।
