ফুলবাড়ি, ৯ জুলাইঃ তিস্তার জলে বানভাসি লালটং বস্তির ৩৬টি পরিবার।সেই এলাকা পরিদর্শনে গেলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপাল দে সরকার সহ অন্যান্যরা।
জানা গিয়েছে, পাহাড় ও সমতলে লাগাতার বৃষ্টির ফলে ফুলেফেঁপে উঠেছে তিস্তা।তিস্তার জলে বানভাসি হয়েছেন ডাবগ্রাম ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তিস্তানদী সংলগ্ন লালটং ও চমকডাঙ্গি গ্রামের বেশকিছু পরিবার।আজ সেই এলাকা পরিদর্শনে যান বিধায়ক, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি সহ প্রশাসনের সদস্যরা।সেই পরিবারগুলির হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানান, তিস্তার জল বেড়ে যাওয়য় লালটং বস্তির বাড়িগুলিতে জলে ঢুকে পড়েছে।আমাদের কাছে অন্যস্থানে স্থায়ী বাসস্থানের দাবি রাখলেন তারা।বিষয়টি আলোচনা করে তাদের যাতে অন্যত্রে সরকারিভাবে বাসস্থানের ব্যবস্থা করা যায় তা দেখা হবে।