শিলিগুড়ি, ১৪ অক্টোম্বরঃ শিলিগুড়ি সংলগ্ন ৬ মাইল লালটুং বস্তি এলাকায় তিস্তা নদীর পাড়ে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার করলো ভক্তিনগর থানার পুলিশ।পুলিশের প্রাথমিক অনুমান উদ্ধার মৃতদেহ দুটি নিখোঁজ সেনা জওয়ানদের হতে পারে।
জানা গিয়েছে, শনিবার সকালে পুলিশের কাছে খবর আসে যে তিস্তা নদীর পাড়ে দুই ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।প্রায় ১২ ঘণ্টা পর মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছিল তিস্তা।সেইসময় তিস্তার জলে ভেসে যায় ২৩ জন সেনা জওয়ান।ঘটনার পর মৃত ও জীবিত অবস্থায় কয়েকজন জওয়ানের খোঁজ মিললেও এখনও নিখোঁজ অন্যান্য জওয়ানরা।এই কারণে উদ্ধার হওয়া দুজনের মৃতদেহ নিখোঁজ জওয়ানদের হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভক্তিনগর থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনীকে বিষয়টি জানানো হয়েছে।