সিকিম, ৪ অক্টোম্বরঃ বাড়িতে ঘুমোচ্ছিলেন সকলে। সেসময় হঠাৎ তিস্তার জল ঢুকে পড়তে শুরু করে এলাকায়। চোখের সামনে তিস্তার জলে ভেসে যায় সেতু। জলে ভেসে যায় বাড়ি। সকাল হতেই দেখা গেল তিস্তার জলে ধসে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। এই মুহূর্তে ভয়ঙ্কর অবস্থা সিকিমের। ২৩ জন সেনা জওয়ান নিখোঁজ। সেনার বহু গাড়ি ভেসে গিয়েছে।
মঙ্গলবার মাঝরাতে সিকিমের লোনক হ্রদ ফেটে তিস্তায় হড়পা বান নামে। এতেই সিকিমের সিংটাম, রংপো, চুংথাম সহ একাধিক এলাকা বিপর্যস্ত। সিকিমের চুংথাংয়ে জলবিদ্যুৎ প্রকল্পের ড্যাম ভেঙে গিয়েছে।
এদিকে শিলিগুড়ি-সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক তিস্তার জলের স্রোতে বেশ কয়েক জায়গায় ভেসে গিয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিকম। কালিম্পং যেতেও সমস্যায় পড়তে হচ্ছে পর্যটকদের।
সকাল থেকেই সিকিমের বিপর্যস্ত এলাকগুলিতে সেখানকার প্রশাসনের তরফে উদ্ধারকার্য শুরু করা হয়েছে। তিস্তা নদী পার্শ্ববর্তী এলাকাগুলি থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ জায়গায়।