গজলডোবা, ১০ অক্টোবরঃ সিকিমের মেঘ ভাঙ্গা বৃষ্টিতে তিস্তায় হড়পা বান।তিস্তার জলগ্রাসে নষ্ট হয়েছে গজলডোবার তিস্তার চর এলাকার কয়েক হাজার বিঘার জমির ফসল।কৃষকদের ক্ষয়ক্ষতির পরিমান প্রায় কয়েক লক্ষ টাকা।
গত মঙ্গলবার রাতে সিকিমের লোনাক হ্রদ ভেঙে ভয়ঙ্কর আকার নিয়েছিল তিস্তা। নদীতে প্রবল জলোচ্ছ্বাস,আর সেই তিস্তার জল ও পলি গ্রাস করে গজলডোবা সংলগ্ন নাথুয়াচর এলাকার প্রায় কয়েক হাজার জমির ফসল।
নাথুয়া চর এলাকার কৃষকরা জানান, আমরা ব্যাঙ্ক থেকে লোন নিয়ে চাষাবাদ করি।এবারো ধান, লাউ,করলা,লঙ্কা সহ নানান ফসল চাষ করেছিলাম। কয়েকদিন আগে তিস্তার জলে বেড়ে যাওয়ায় জল ও পলিমাটি এসে সব কিছুই নষ্ট করে দিয়েছে। ধান প্রায় পেকে এসেছিলো।ধানকাটার আগেই সব নষ্ট হয়ে গেলো। ধানের জমিতে জমে রয়েছে প্রায় হাঁটু পর্যন্ত পলি, কোথাও আবার তার থেকেও বেশি। ধান,বাঁধাকপি, লঙ্কা, করলা, লাউ, ঝিঙ্গা সহ আরো অন্যান্য সবজি মিলিয়ে প্রায় কয়েক হাজার বিঘা’রও জমির ফসল নষ্ট হয়েছে। ব্যাংক ও মহাজনদের থেকে টাকা ঋণ করে এই চাষাবাদ করেছিলাম। এখন সেই ঋণ কিভাবে শোধ করবেন সেই চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা।