জলপাইগুড়ি, ১৬ জুনঃ গত দুদিনের লাগাতার বৃষ্টিতে বেড়েছে তিস্তার জলস্তর। জলপাইগুড়ি সেচ দপ্তরের পক্ষ থেকে দোমহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সংকেত।বর্ষার শুরুতেই তিস্তায় জল বেড়ে যাওয়ায় চিন্তায় পুলিশ প্রশাসন।
এই কারণে বুধবার রাত ৯টা নাগাদ তিস্তা নদী পরিদর্শনে যান জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত।সঙ্গে ছিলেন জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি সহ অন্যান্য আধিকারিকেরা।পুলিশ সুপার নদীর জল দেখার পাশাপাশি নদীবাঁধগুলির পরিস্তিতি ক্ষতিয়ে দেখেন।
সেচ দপ্তর ও পুর্তদপ্তরকে নদীর পরিস্থিতি নিয়ে সতর্ক করা হবে বলে জানান পুলিশ সুপার দেবর্ষি দত্ত।
অন্যদিকে জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি বলেন, জেলা প্রশাসন পৌরসভা সজাগ রয়েছে যে কোনো পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করতে।