ফুলবাড়ি, ১৯ জুনঃ চারদিন পেরিয়ে গেলেও খোঁজ নেই সাইকেল জুতো রেখে তিস্তা ক্যানেলে ঝাঁপ দেওয়া ব্যক্তির।ব্যক্তির খোঁজে নামলো বিপর্যয় মোকাবিলা দল।
জানা গিয়েছে, ক্যানেলের জলে তলিয়ে যাওয়া ওই ব্যক্তির নাম রাজেশ দে ওরফে বাপি।বয়স ৫২ বছর। তার বাড়ি শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের হরিপুরে। গত শনিবার রাত প্রায় এগারোটা নাগাদ গজলডোবা-ফুলবাড়ি তিস্তা ক্যানেলে পুটিমারি এলাকার সেতু থেকে ঝাঁপ দেন তিনি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজেশ দে’র স্ত্রী ও এক সন্তান রয়েছে।তিনি ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।কোনো এক মহিলার সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল বলে পরিবারের অভিযোগ।গত শনিবার অবৈধ সম্পর্ক নিয়ে স্ত্রীর সঙ্গে প্রচন্ড ঝামেলা হয় ব্যক্তির।সেদিন রাত সাড়ে দশটা নাগাদ সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান তিনি।এরপর পুটিমারি ক্যানেল ব্রিজে সাইকেল ও জুতো রেখে জলে ঝাঁপ দেন।স্থানীয় কয়েকজনের বিষয়টি নজরে পড়লেও রাতের অন্ধকারে তাকে কেউ চিনতে পারেনি। ক্যানেলে প্রচুর জল এবং স্রোত থাকায় সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি তলিয়ে যায়। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পৌঁছে সাইকেল ও জুতো উদ্ধার করে।
শিলিগুড়ি টাইমসে সেই খবর সম্প্রচারিত হওয়ার পর বিষয়টি জানতে পেরে থানায় যোগাযোগ করেন পরিবারের সদস্যরা।পুলিশের উদ্ধার করা সাইকেল ও জুতো দেখেই তা রাজেশ দে এর তা সনাক্ত করেন পরিবারের সদস্যরা।ঘটনার চারদিন পর আজ বিপর্যয় মোকাবিলা দলকে দিয়ে ঘটনাস্থলে তল্লাশি চালানো হচ্ছে।যদিও ব্যক্তির এখনও কোন খোঁজ মেলেনি।