শিলিগুড়ি, ২৭ নভেম্বরঃ নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় পড়ে গেল একটি চারচাকার গাড়ি।ঘটনায় মৃত্যু দুই জনের।ঘটনাটি ঘটেছে ১০ নম্বর জাতীয় সড়কের অন্তর্গত লিখেভির এলাকায়।
জানা গিয়েছে, সোমবার ভোরে শিলিগুড়ি থেকে একটি ছোট চারচাকার গাড়ি সিকিমের উদ্দেশ্যে যাচ্ছিল।সেইসময় নিয়ন্ত্রন হারিয়ে তিস্তায় পড়ে যায় গাড়িটি।ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা দুই ব্যক্তির।মৃত দুজনের নাম বিশাল ছেত্রী এবং থুপদেন ভুটিয়া।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও তিস্তা রেঞ্জের কর্মিরা।দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।