শিলিগুড়ি, ২৩ নভেম্বরঃ তেল চুরির অভিযোগে আইওসি রোড থেকে একজনকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ।ধৃতের নাম সুমন রায়।
জানা গিয়েছে, বহু বছর ধরে এনজেপি এলাকায় তেল চুরির চক্র সক্রিয়।বিভিন্নভাবে তেল চুরি করে বাজারে বিক্রি করে চক্রের সদস্যরা।শুক্রবার তেল চুরি করার সময় হাতেনাতে সুমন রায় নামে ব্যক্তিকে ধরে ফেলে এনজেপি থানার পুলিশ।উদ্ধার হয়েছে চুরি করা প্রচুর তেল।
ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।