বেহাল অবস্থা শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসের! পুরনিগমের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন 

শিলিগুড়ি, ৩১ ডিসেম্বরঃ শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসের বেহাল অবস্থা।চারিদিকে নোংরা আবর্জনা, জমে থাকা ময়লা ও তীব্র দুর্গন্ধে কার্যত অস্বাস্থ্যকর হয়ে উঠেছে গোটা এলাকা।পুরনিগমের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। 
এই বাস টার্মিনাস থেকেই প্রতিদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন সরকারি ও বেসরকারি বাস চলাচল করে।পাহাড়, ডুয়ার্স ও উত্তরবঙ্গগামী পর্যটকদের আনাগোনা লেগেই থাকে এই বাসস্ট্যান্ডে।প্রবেশের প্রথম মুহূর্তেই যাত্রী ও পর্যটকদের চোখে পড়ছে নোংরা আবর্জনা।বাস টার্মিনাসের চারপাশে থাকা নালা ও নর্দমাগুলিতে দীর্ঘদিন ধরে জমে রয়েছে পচা আবর্জনা।জল নিকাশি ব্যবস্থা কার্যত বন্ধ হয়ে পড়েছে।শুধু বাসস্ট্যান্ড চত্বরেই নয়, বাস টার্মিনাসের প্রবেশ ও প্রস্থান পথেও একই ছবি দেখা যায়।
স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়মিত জঞ্জাল সাফাই হয় না, নালা পরিষ্কারের কাজও করা হয় না।উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই গুরুত্বপূর্ণ বাস টার্মিনাসের এমন বেহাল দশা নিয়ে উঠছে প্রশ্ন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *