লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি তরাই এর তরফে তরাই অন্নপূর্ণা রসোই এর উদ্বোধন  

শিলিগুড়ি, ১৬ জুলাইঃ লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি তরাই এর তরফে এবং বিকাশ বনশাল এর সহযোগিতায় তরাই অন্নপূর্ণা রসোই প্রকল্পের উদ্বোধন করা হল।এই প্রকল্পের মাধ্যমে অসহায়-দুঃস্থ মানুষদের বিনামূল্যে খাবারের ব্যবস্থা করা হয়েছে।


সংস্থার তরফে জানা গিয়েছে, সংস্থার তরফে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করা হচ্ছে।এদিকে করোনা অতিমারিতে অসহায় মানুষকে সাহায্য করতেই এই প্রকল্পের উদ্বোধন করা হল।এই প্রকল্পের আওতায় বিনামূল্যে খাবার বিতরণ করা হবে।আগামীতেও তাদের এই কাজ চলবে।   


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *