শিলিগুড়ি, ১৫ জুলাইঃ দার্জিলিং জেলা লিগ্যাল এইড ফোরামের ২৫ বর্ষ উদযাপন উপলক্ষে দুই দিবসীয় তরাই ফুটবল উৎসব হতে চলেছে।সোমবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে জানালেন সংগঠনের সদস্যরা।
জানা গিয়েছে, লিগ্যাল এইড ফোরামের রজত জয়ন্তী বর্ষ উদযাপনকে মাথায় রেখে ফুটবল উৎসবের আয়োজন করা হয়েছে।চা বলয়ের যুবদের ১৬টি দলকে নিয়ে আগামী ১৬ ও ১৭ জুলাই এই প্রতিযোগিতা হবে।
এই বিষয়ে সংগঠনের চেয়ারম্যান অমিত সরকার জানান, চা বাগান এলাকাগুলিতে নেশা, শিশু পাচার সহ বিভিন্ন অপরাধ বেড়ে গিয়েছিল তা অনেকটা কম করতে আমরা সক্ষম হয়েছি।সেই চা বলয়ের যুবদের নিয়ে ফুটবল উৎসবের আয়োজন করা হয়েছে।এর মধ্য দিয়ে নারী ও শিশু পাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা তুলে ধরা হবে।
অন্যদিকে এই বিষয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডিন তথা প্রতিযোগিতার মুখ্য পৃষ্ঠপোষক ডঃ সন্দীপ সেনগুপ্ত জানান, চা বাগান এলাকায় শিক্ষার আলো কম থাকার দরুন বিভিন্ন অপরাধ বেড়ে চলেছে।এই এলাকাগুলিতে অপরাধ রুখতে নানান উদ্যোগ নিয়েছে লিগ্যাল এইড ফোরাম।তারই অঙ্গ হিসাবে এই ফুটবল উৎসবের আয়োজন করা হয়েছে।