শিলিগুড়ি, ২০ ফেব্রুয়ারিঃ ঋদ্ধিমান সাহাকে ভারতীয় টেস্ট দল থেকে সরানো হয়েছে।এই ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে শিলিগুড়িতে বিক্ষোভ দেখালো শিলিগুড়ি ক্রিকেট লাভার ওয়েলফেয়ার অর্গানাইজেশন।
এদিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম প্রাঙ্গণে বিক্ষোভ সামিল হন ঋদ্ধিমান সাহার সর্মথক ও খেলোয়াররা।ঋদ্ধিমান সাহাকে দল থেকে সরানোয় তীব্র ধিক্কার জানান সংস্থার সদস্যরা।
এদিন ক্রিকেট লাভার অ্যাসোসিয়েশনের সদস্য মনোজ ভার্মা বলেন, আমরা আগামীতে শিলিগুড়ি শহরে বিক্ষোভ মিছিল করবো।শুধু ঋদ্ধিমান সাহা নয় সমস্ত খেলোয়ারের সম্মানের সাথে বিদায় হোক এটাই চাই।ভারতীয় ক্রিকেট দলের খেলোয়ারকে এভাবে বিদায় আমরা মানতে পারছিনা।