শিলিগুড়ি, ৩১ ডিসেম্বরঃ শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঠাকুরনগর এলাকায় সোমবার রাতে দুর্ঘটনার কবলে পড়লো একটি চারচাকার গাড়ি।নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়াল ভেঙে ঢুকে পড়ে একটি বাড়িতে।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, গতকাল রাতে আশিঘর মোড় থেকে গোড়া মোড়ের দিকে যাচ্ছিল একটি চারচাকা গাড়ি।সেইসময় ঠাকুরনগর এলাকায় চার চাকার গাড়িকে ওভারটেক করতে যায় একটি লরি। লরির সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকার গাড়িটি দেওয়াল ভেঙে একটি বাড়িতে ঢুকে পড়ে। ঘটনায় এক সাইকেল আরোহী সহ গাড়িতে থাকা ৩ জন সামান্য আহত হন।খবর পেয়ে এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করে।
স্থানীয়দের অভিযোগ, পথবাতি না থাকার কারণে প্রতিনিয়ত এভাবে দুর্ঘটনা ঘটছে।