শিলিগুড়ি, ১৫ জুলাইঃ হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্যজনক মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদে সামিল হয়েছে বিজেপি।গতকাল ১২ ঘণ্টা বনধ কর্মসূচির পর এবারে থানা অভিযানে সামিল হল বিজেপি নেতৃত্বরা।
আত্মহত্যা নয় খুন, বিজেপির পক্ষ থেকে এমনটাই অভিযোগ আনা হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, একের পর এক বিজেপি কর্মীর ওপর হামলা চালাচ্ছে রাজ্যের শাসকদল।এই কারণে বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে।
জানা গিয়েছে, বুধবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন থানায় অভিযান শুরু হয় বিজেপির।বুধবার ফুলবাড়ি মন্ডল কমিটির পক্ষ থেকে এনজেপি থানায় কর্মসুচি গ্রহন করা হয়। তবে থানায় পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মত।পুলিশের বাঁধার মুখে এসেও অবশেষে ৫ জনের একটি প্রতিনিধিদল তাদের দাবিপত্র পেশ করে।
জলপাইগুড়ি জেলা সহ সভানেত্রী শিখা চ্যাটার্জি জানান, সিবিআই তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি দিতে হবে। যতক্ষণ না দোষীরা শাস্তি না পাবে ততক্ষণ তাদের সংগঠনের পক্ষ থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে।