বিজেপি মহিলা মোর্চার থানা ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি   

শিলিগুড়ি, ২৪ ফেব্রুয়ারিঃ সন্দেশখালির ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করলো বিজেপি মহিলা মোর্চা।এদিন এনজেপি থানায় বিজেপি’র এই কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায়।পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে বিক্ষোভকারীদের।


জানা গিয়েছে, শনিবার সকাল থেকে এনজেপি থানা সংলগ্ন রেলওয়ে ইনস্টিটিউট মাঠে বিজেপি কর্মী সমর্থকরা জড়ো হন।এরপর বেলা ১২টা নাগাদ ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জির নেতৃত্বে  মিছিল করে এনজেপি থানায় রওনা দেয় বিজেপি কর্মী সমর্থকরা।থানার সামনে আসতেই বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ।থানা চত্বরে মোতায়ন ছিল বিশাল পুলিশবাহিনী।

প্রতিবাদে থানার সামনে অবস্থানে বসে পড়েন বিজেপি নেতা কর্মীরা।থানার গেটে বিজেপি মহিলা কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও বাঁধে।পরবর্তীতে বিজেপির একটি প্রতিনিধি দল থানার ওসির সঙ্গে দেখা করে।


বিধায়ক শিখা চ্যাটার্জির অভিযোগ, রাজ্যের পুলিশ শাসকদলের দলদাসে পরিনত হয়েছে।সন্দেশখালিতে আন্দোলনরত গ্রামবাসীর উপর অত্যাচার চালাচ্ছে।সন্দেশখালির মহিলাদের উপর অকথ্য মানসিক ও শারিরীক অত্যাচারের পরেও মুল অভিযুক্ত শেখ শাহজাহানকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে।মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *