ফাঁসিদেওয়া, ১৪ জুলাইঃ মহিলা সিভিক ভলেন্টিয়ারকে মারধর ও পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার অভিযুক্তের আত্মহত্যার চেষ্টা।ফাঁসিদেওয়া থানার পুলিশ হেফাজতের ঘটনা।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, পুলিশ হেফাজতে এদিন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত চিরতা দেবনাথ। পরে অভিযুক্তকে উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
প্রসঙ্গত, ফাঁসিদেওয়া শক্তিনগর এলাকায় গর্ভবতী সিভিক ভলেন্টিয়ার মাম্পি দেবনাথ মৈত্রের ঘরে ঢুকে মারধর ও আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠে অভিযুক্ত চিরতা দেবনাথের উপর।অভিযোগ দায়ের হলে তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে তাকে।এরপর ধৃত মহিলাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে ৭ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
আজ পুলিশ হেফাজতে থাকাকালীন বাথরুমে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে অভিযুক্ত মহিলা।বিষয়টি পুলিশ কর্মীর নজরে আসতেই তাকে উদ্ধার করে মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।