শিলিগুড়ি, ১৭ ডিসেম্বরঃ শিলিগুড়ির প্রধাননগর থানার অন্তর্গত দক্ষিণ পলাশ এলাকার ১২ বছরের নাবালিকাকে অপহরণ, পরে তার মৃতদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্তের গ্রেফতার দাবিতে মিছিল করে প্রধাননগর থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখালো দার্জিলিং জেলা বিজেপি মহিলা মোর্চা।পাশাপাশি থানার ওসিকে স্মারকলিপি প্রদান করা হয়।
এই বিষয়ে বিজেপি মহিলা মোর্চার সভাপতি শিখা মৈত্র বলেন, গত ৫ ডিসেম্বর শিলিগুড়িতে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণ করা হয়েছিল।এরপর অপহরণের আট দিন পর সুকনা চা বাগান থেকে তার দেহ উদ্ধার হয়।ঘটনার ১৫ দিন হয়ে গেলেও অভিযুক্ত এখনও পুলিশের ধরাছোঁয়ার বাইরে।তিনি আরও বলেন, অভিযুক্তের শ্বশুর আসলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত।তাই অভিযুক্ত মনোজ রায়কে গ্রেফতার করছে না পুলিশ।মৃত ছাত্রীকে ন্যায় বিচার পাইয়ে দিতে সকলকে এগিয়ে আসার আবেদন করেন তিনি।
