শিলিগুড়ি, ৩১ জুলাইঃ শিলিগুড়িতে জুয়েলারি সংস্থার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার ঘটনায় ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের এক আত্মীয় গ্রেফতার হয়েছে।ঘটনা ঘিরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।এই নিয়ে আজ প্রধাননগর থানায় বিক্ষোভ দেখালো বিজেপি যুব মোর্চা।
বিজেপি যুব মোর্চার দাবী, এই ঘটনায় নিরপেক্ষভাবে তদন্ত করে সাধারণ মানুষের টাকা শীঘ্রই ফেরানো হোক।এই দাবীতেই আজ প্রধাননগর থানায় স্মারকলিপি প্রদান করে বিজেপি যুব মোর্চার সদস্যরা।
এই বিষয়ে শিলিগুড়ি সাংগঠনিক বিজেপি যুব মোর্চার সভাপতি অরিজিত দাস বলেন, প্রতারণার ঘটনায় শিলিগুড়ির ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের এক আত্মীয় গ্রেফতার হয়েছে।আমরা চাই পুলিশ নিরপেক্ষভাবে মামলার তদন্ত করে ঘটনায় গ্রেফতার ব্যক্তির পাশাপাশি কাউন্সিলরের কি ভূমিকা রয়েছে তা সামনে নিয়ে আসুক।পাশাপাশি অভিযুক্তকে কঠোর শাস্তির দাবি ও সাধারণ মানুষের টাকা শীঘ্রই ফেরত দেওয়ার ব্যবস্থা করার দাবী তোলেন তারা।তা নাহলে বিজেপি যুব মোর্চা বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।দরকার হলে ইডি, সিবিআই মামলার তদন্ত করবে বলে জানান।