শিলিগুড়ি, ১৪ জানুয়ারিঃ রিঙ্গার ল্যাকটেট স্যালাইন দেওয়ার পর মেদনীপুর প্রসূতির মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য।মঙ্গলবার পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল স্যালাইনের বিরুদ্ধে শিলিগুড়ি থানায় এফআইআর দায়ের করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।
শুধু মেদিনীপুর নয় গতবছরও রিঙ্গার ল্যাকটেট স্যালাইনের কারণে বেশকিছু প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। এর আগেও স্বাস্থ্য দপ্তরকে এই স্যালাইন নিয়ে সতর্ক করা হয়।এরপরও কিভাবে এই স্যালাইন রাজ্য জুড়ে বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চলছিল তা নিয়ে ক্রমশই প্রশ্ন উঠতে শুরু করেছে।এই স্যালাইন কান্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।
মেদনীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনার পর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মানুষ।এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ শিলিগুড়ি থানায় এফআইআর দায়ের করেন বিধায়ক শঙ্কর ঘোষ।
তিনি বলেন, একটি ব্ল্যাক লিস্টেড স্যালাইনের কারণে যেভাবে একজন প্রসুতির মৃত্যু হয়েছে এটা একটা অপরাধ।এই ঘটনায় যারা যুক্ত তাদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া হোক।আজ শিলিগুড়ি থানায় এফআইআর জমা করেছি।বিরোধী দলনেতার সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন বলে জানান তিনি।