শিলিগুড়ি, ২২ আগস্টঃ গণেশ চতুর্থীতে নিজের হাতে মূর্তি তৈরি করে বাড়িতেই ছোট্ট করে পুজো সারল একাদশ শ্রেনীর ছাত্র সৌপ্তিক ও তার পরিবার।শুধু তাই নয় পুজোর মধ্য দিয়ে করোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতনতার বার্তাও দিয়েছে সৌপ্তিক।
জানা গিয়েছে, দেশবন্ধু পাড়ার বাসিন্দা পার্থ সুরের একমাত্র ছেলে সৌপ্তিক বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি ইংরেজি মাধ্যমের একাদশ শ্রেণীর ছাত্র।পড়াশুনার ফাঁকে বাড়িতে বসেই গণেশের মূর্তি বানিয়ে ফেলে সে।
সৌপ্তিক জানায়, ছোটো বেলা থেকেই সে গণেশের মূর্তি বানিয়ে পুজো করে আসছে।কোনোরকম প্রশিক্ষণ ছাড়াই ইউটিউব দেখে গণেশের মূর্তি তৈরি করে সে।বিগত বছরেও গণেশের মূর্তি বানিয়ে পরিবারের সঙ্গে পুজো করেছিল।তবে এবারে একটু অন্যরকম মূর্তি তৈরি করে শহরবাসীকে সচেতনতার বার্তা দিয়েছে সে।