শিলিগুড়ি, ৯ জুলাইঃ করোনা নিয়ে রাজনীতি করছে রাজ্য সরকার।স্বাস্থ্যবিধিও মানছেন না রাজ্যের শাসকদলের প্রতিনিধিরা।এই বিষয়ে সরকারি পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানিয়ে জেলশাসকের দ্বারস্থ হল বিজেপি জেলা নেতৃত্বরা।এদিন বিজেপির তরফে জেলাশাসককে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।
করোনা চিকিৎসায় দলীয় কর্মীদের প্রাধান্য দিচ্ছে স্বাস্থ্য আধিকারিকেরা।এমনটাই অভিযোগ তোলেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি প্রবীন আগরওয়াল।
প্রবীন আগরওয়াল অভিযোগ করে বলেন, তৃণমূল কর্মী সমর্থক হলে মাত্র ২৪ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষার রিপোর্ট চলে আসে।কিন্তু সাধারণ মানুষ করোনা পরীক্ষা করালে সেখানে গরিমসি করে রাজ্য স্বাস্থ্য দফতর।সেই রিপোর্ট আসতে আসতে অনেক রোগী মৃত্যুর কোলেও ঢলে পড়ছে।
তিনি আরও বলেন, কেন্দ্র সরকারের রেল দপ্তরে ১৬০ শয্যা বিশিষ্ট করোনা রোগীর পরিসেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে।কিন্তু সেটিকে ব্যবহার করছে না রাজ্য সরকার।অহেতুক দলীয় কোন্দল না বাড়িয়ে জনস্বার্থে স্বাস্থ্য বিষয়ে নজর দেওয়ার আর্জি জানান তিনি।এছাড়াও মন্ত্রী গৌতম দেবকে জনসমাগম এড়িয়ে ভার্চুয়াল কার্যক্রম করার সুপারিশও জানান তিনি।
অন্যদিকে, রাজ্য বিজেপির কার্যকরি সভাপতি রথীন্দ্রনাথ বোস বলেন করোনা প্রতিরোধে, চিকিৎসা ব্যবস্থায় রাজ্য সরকার ফেল করেছে।অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবী তোলেন তিনি।