শিলিগুড়ি, ২৬ ফেব্রুয়ারিঃ ৬ মিনিটের স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘দ্য রিটার্ন গিফট’ এর ঝুলিতে এল ৪৭ টি পুরস্কার।দীপিকা বিশ্বাসের পরিচালনায় শিলিগুড়ির শিল্পীদের নিয়ে তৈরি এই স্বল্পদৈর্ঘ্যের ছবি মুক্তি পেয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
এরপরই বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি পাঠানো হয়।তারপরেই ঝুলিতে আসে একের পর এক পুরস্কার।শুধুমাত্র জাতীয় নয়, আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে এই ছবি।শিশুদের নেটদুনিয়া থেকে বইমুখী করার বার্তা এই সিনেমার মধ্য দিয়ে দিতে চেয়েছেন তারা।সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছে ৯ বছরের হৃষিতা।এছাড়াও এই সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সুস্মিতা প্রধান, সৈকত মাজিলা সহ আরও অনেকে।তারা সকলেই শিলিগুড়ির বাসিন্দা।
পরিচালক দীপিকা বিশ্বাস জানান, উত্তরবঙ্গে এখন অনেক স্বল্পদৈর্ঘ্যের ছবি তৈরি হচ্ছে।প্রতিভাবান কলাকুশলীরাও রয়েছে।তবে সুযোগের অভাবে তাদের প্রতিভা চাপা পড়ে যাচ্ছে।‘দ্য রিটার্ন গিফট’এর পর শীঘ্রই মুক্তি পেতে চলেছে তাদের নতুন শর্ট ফিল্ম ‘সবক’।ইতিমধ্যেই ‘সবক’ কলকাতা ইন্টারন্যাশন্যাল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে।
ক্ষুদে শিল্পি হৃষিতা জানায়, এই ছবি দিয়েই অভিনয় জগতে তার হাতেখড়ি।অনেক মজা খুনসুটির মধ্য দিয়ে সিনেমাটি শ্যুট করা হয়েছে।এছাড়াও সেরা শিশুশিল্পীর পুরস্কার পেয়ে ভীষন আনন্দিত হৃষিতা।আগামীতে আরও ভালো অভিনয় করার ইচ্ছে রয়েছে তার।