করোনায় মৃত শিক্ষকের পরিবারের পাশে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী গৌতম দেব

শিলিগুড়ি, ৯ জুলাইঃ শিলিগুড়িতে করোনায় মৃত শিক্ষকের পরিবারকে সমস্ত রকম ভাবে সাহায্য করবে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী গৌতম দেব।
প্রসঙ্গত, গত ৬ জুলাই শিলিগুড়ি জেলা হাসপাতালে করোনায় মৃত্যু হয় প্রধাননগর সংলগ্ন এলাকার বাসিন্দা ওই শিক্ষকের।স্বামীর মৃত্যু মেনে নিতে না পেরে দুই কন্যা সন্তানকে নিয়ে ট্রেন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মৃতের স্ত্রী।গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হলে পরবর্তীতে তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল এমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা।


এই মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই পরিবারকে সরকারি ভাবে সমস্ত রকম সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে বৃহস্পতিবার মেডিক্যাল কলেজ প্রিন্সিপ্যাল প্রবীর কুমার দেব, হাসপাতাল সুপার কৌশিক সমাজদার, হাসপাতাল ডিন সন্দীপন দে সহ অন্যান্য আধিকারিকের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।


মন্ত্রী জানান, মৃতের পরিবারের প্রতি সহানুভূতিশীল রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই কারণে সমস্ত রকম সাহায্য করা হবে। সঠিক ভাবে চিকিৎসা করে তাদের বাড়ি ফেরানোর প্রচেষ্টাই করা হচ্ছে। তিনি জানান, মৃত শিক্ষকের স্ত্রী করোনা নেগেটিভ হলেও তার দুই শিশুর দেহে করোনা সংক্রমন ধরা পড়েছে।সেই নিয়েই চিন্তিত তারা।তবে চিকিৎসায় কোন ত্রুটি রাখা হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomOnwincasibom giriş