শিলিগুড়ি,২১ এপ্রিলঃ ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রসূতি বিভাগ থেকে চুরি যাওয়া সদ্যোজাত শিশুর।
শুক্রবার মেডিকেল কলেজের সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় শিশুর পরিজনেরা।পরে পরিবারের সঙ্গে কথা বলেন সুপার।তিনি জানান, ঘটনায় ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই তারা রিপোর্ট পেশ করবে।পুলিশও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শিশু চুরির ঘটনায় জড়িত মহিলাকে চিহ্নিত করেছে।মহিলার খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।
প্রসঙ্গত, খড়িবাড়ির বাসিন্দা রঞ্জিতা সিংহ খড়িবাড়ি গ্রামীন হাসপাতালে পুত্র সন্তান প্রসব করেন।এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে খাবার খাওয়ার সময় এক মহিলা তাকে সহযোগিতা করার আশ্বাস দিয়ে তার বাচ্চাকে নিজের কাছে রাখে।এর কিছুক্ষণ পরেই মহিলাটি শিশুকে নিয়ে উধাও হয়ে যায়।
এদিকে ঘটনায় গতকাল থেকেই দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে বিজেপির যুব মোর্চার সদস্যরা।
