শিলিগুড়ি, ৪ মেঃ করোনা মোকাবিলায় গোটা দেশে লকডাউন। লকডাউনের জেরে ঘরবন্দী মানুষ।তবে সবকিছু বন্ধ থাকলেও প্রতিভাবান মানুষের প্রতিভা কিন্তু থেমে থাকেনি।শিলিগুড়ি বাসিন্দা বিক্কি ও গগন।দুজনেই সাইকেল স্টান্ট(বিএমএক্স)এর মাধ্যমে তাদের স্বপ্ন পূরনের লক্ষ্যে লাগাতার কঠোর পরিশ্রম করে চলেছে।
রবিবার দুপুরে প্রধাননগর এলাকায় ফাঁকা রাস্তায় সাইকেল নিয়ে বিভিন্ন কেরামতি করতে দেখা যায় দুজনকে।যখন চারিদিকে ঘরবন্দী সকলেই তখন নিজেদের প্রতিভাকে উজার করে দিতে ব্যস্ত এই দুই যুবক।
শিলিগুড়ির সমরনগর এলাকার বাসিন্দা বিক্কি।বিক্কি জানায়, লকডাউনের পর থেকে ঘরবন্দী থাকার ফলে সাইকেল স্টান্ট বিএমএক্স এর অনুশীলন করতে পারছিল না সে।এই কারণেই রবিবার একটু সময় বের করে অনুশীলন করা শুরু করেছে সে।
এদিকে দার্জিলিং মোড়ের বাসিন্দা গগন জানায়, গত ৬ বছর ধরে বিএমএক্স এর প্রশিক্ষণ নিচ্ছে সে।এই প্রতিভাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে তার। এই কারণে লকডাউনের মধ্যেও কিছুটা সময় বের করে অনুশীলন করে চলেছে সে।
তবে এই প্রতিভাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য ও সমর্থনের প্রয়োজন।বিক্কি ও গগন দুজনেই এই প্রতিভার মধ্যে দিয়ে গোটা বিশ্বে ভারতের নাম উজ্জ্বল করতে চায়।এই কারণেই তাদের এই প্রয়াসকে শহরবাসীর সমর্থনের আর্জি জানিয়েছে তারা।