শিলিগুড়ি, ১৪ ডিসেম্বরঃ টেন্ডার মারফর রাস্তার কাজের বরাত নিয়েছে শিলিগুড়ির বেশকিছু ঠিকাদার সংস্থা।দীর্ঘদিন হয়ে গেলেও কাজ শুরু করা নিয়ে কোনরকম হেলদোল নেই বরাদপ্রাপ্ত ঠিকাদারদের।আজ টক টু মেয়র অনুষ্ঠানে রাস্তা নিয়ে অভিযোগ আসতেই ঠিকাদারদের কড়া বার্তা দিলেন মেয়র গৌতম দেব।
জানা গিয়েছে, শহরের বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা নিয়ে টক টু মেয়রে মাঝেমধ্যেই অভিযোগ আসছে।শিলিগুড়ির ৩০ নম্বর ওয়ার্ডের সত্যেন বোস রোড বাইলেনের অবস্থাও বেহাল।দীর্ঘদিন ধরে এই রাস্তা নিয়ে সমস্যায় রয়েছেন স্থানীয়রা।রাস্তার পাশাপাশি নিকাশি নালার অবস্থাও খারাপ।‘টক টু মেয়রে’ অভিযোগ জানিয়েও এখনও হয়নি সেই রাস্তা।
মেয়র জানিয়েছেন টেন্ডার হয়ে গেছে খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে।তবে সেই কাজ এখনও শুরু হয়নি।শনিবার ফের এই রাস্তা নিয়ে মেয়রকে ফোন করে অভিযোগ জানান এক ব্যক্তি।
এরপরই মেয়র ঠিকাদারদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন।তিনি বলেন, সাতদিনের মধ্যে কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার সংস্থাগুলি সরকারী রাস্তার কাজ শুরু না করলে তাদের ব্ল্যাকলিস্টেড করা হবে।প্রয়োজনে বাইরে থেকে ঠিকাদার এনে কাজ করানো হবে বলে জানান মেয়র।