শিলিগুড়ি, ১১ ডিসেম্বরঃ শিলিগুড়ির সূর্যসেন কলোনির বি ব্লকের অন্তর্গত বাল্মিকী বস্তিতে থমকে রয়েছে নর্দমা সাফাই সহ এলাকার বিভিন্ন কাজ।এরফলে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
জানা গিয়েছে, প্রায় কয়েক হাজার মানুষের বসবাস এই এলাকায়।স্থানীয়দের অভিযোগ,নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল এই এলাকাকে ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে।ভোটের সময় নেতা মন্ত্রীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও ভোট পেরোলে কারো দেখা মেলে না।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, এলাকার বিষয়ে কোনো অভিযোগ নিয়ে ৩৩ নম্বর ওয়ার্ড কো-অর্ডিনেটরের কাছে গেলে বলা হয় বাল্মিকী বস্তি ৩৪ নম্বর ওয়ার্ডের অধীনে পরে।অন্যদিকে, ৩৪ নম্বর ওয়ার্ড কো-অর্ডিনেটরের কাছে যাওয়া হলে বলা হয় এই এলাকা ৩৩ নম্বর ওয়ার্ডের অধীনে পরে।তাদের এই এলাকা টানাটানিতে ব্যহত হচ্ছে এলাকার বিভিন্ন কাজ।ফলে যেভাবে দূষণ ছড়াচ্ছে তাতে রোগাক্রান্ত হচ্ছে এলাকার শিশু থেকে সকলে।
এই বিষয়ে ৩৩ নম্বর ওয়ার্ড কো-অর্ডিনেটর অসীম সাহা বাইরে থাকায় তার কোনো বক্তব্য না পাওয়া যায়নি।তবে ৩৪ নম্বর ওয়ার্ড কো- অর্ডিনেটর গোলাপ রায় জানান, অভিযোগ পেয়েছি।আমরা বিষয়টি দেখব।বরো অফিসে বিষয়টি জানানো হবে।