ফুলবাড়ি, ১০ জুনঃ তীব্র গরমে স্বস্তির খোঁজে তিস্তা ক্যানেলে ঝুঁকিপূর্ণ স্নান, বারবার ঘটছে অঘটন।
তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি পেতেই জীবনের ঝুঁকি নিয়ে তিস্তা ক্যানেলে ঝাঁপা দিচ্ছে বহু যুবক। ফুলবাড়ি থেকে আমবাড়ির যাওয়ার রাস্তার মাঝে এই তিস্তা ক্যানেল এলাকায় প্রতিদিনই ভিড় জমাচ্ছেন আশপাশের বহু যুবক।দাবদাহে যখন জনজীবন অতিষ্ট, তখন ক্যানেলের ঠান্ডা জলে নেমে শরীর জুড়াতে চায় অনেকেই।কিন্তু এই স্বস্তিই হয়ে উঠছে প্রাণঘাতী।প্রতিবছর এই ক্যানেলে স্নান করতে গিয়ে ঘটে দুর্ঘটনা।এর আগেও তিস্তা ক্যানেলে তলিয়ে বহু যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তরফে একাধিকবার সতর্কতা জারি করা হলেও তা মানছেন না কেউই। নিষেধাজ্ঞা অমান্য করেই তরুণ-তরুণীরা দলে দলে এসে নামছেন ক্যানেলের জলে।
স্থানীয় বাসিন্দারা জানান, ফুলবাড়ি ও তার পার্শ্ববর্তী এলাকা থেকে প্রতিদিনই বহু তরুণ এসে নামছেন ক্যানেলের জলে।একদিকে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা, অন্যদিকে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে বহুবার নিষেধ করা সত্ত্বেও কর্ণপাত করছে না কেউই।প্রতিবছরই কারও না কারও জীবন চলে যায় বলে জানান তিনি।
