শিলিগুড়ি,২০ এপ্রিলঃ শিলিগুড়ি জেলা হাসপাতাল চত্বরে বসানো হল পরিশ্রুত পানীয় জলের ড্রাম।তীব্র দাবদাহে হাঁসফাঁস পরিস্থিতি।শরীরে জলের অভাবের ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।বিষয়টি মাথায় রেখে হাসপাতালে আসা সাধারণ মানুষদের স্বার্থে পরিশ্রুত পানীয় জলের ড্রাম বসানো হল জেলা হাসপাতাল চত্বরে।
জানা গিয়েছে, আপাতত মোট ৬টি পানীয় জলের ড্রাম হাসপাতাল চত্বরে বসানো হয়েছে।প্রতিটি ফ্লোরে ২টি করে এই পানীয় জলের ড্রাম বসানো হবে।পাশাপাশি ওয়াটার ডিসপেনশন ইউনিট তৈরি করা হবে।
এদিন রোগীর পরিজনরা জানান, সাধারণ মানুষের কথা ভেবে হাসপাতাল কর্তৃপক্ষ যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। এই তীব্র গরমে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছে।ফলে হাসপাতালে যারা চিকিৎসার জন্য আসেন তাদের জন্য শুদ্ধ পানীয় জল খুবই প্রয়োজনীয়।হাসপাতালের এই উদ্যোগে তারা অত্যন্ত খুশি।
অন্যদিকে এবিষয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার চন্দন ঘোষ বলেন,এই গরম থেকে কিছুটা রেহাই দিতে রোগী ও তাদের পরিজনদের কথা চিন্তা করেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামীদিনে হাসপাতালে আসা সাধারণ মানুষদের জন্য ওআরএস-এর ব্যবস্থাও করা হবে।