শিলিগুড়ি, ২২ জুনঃ টিকা দেওয়া নিয়ে বাগডোগরায় দুই রাজনৈতিক দলের বিবাদে চাঞ্চল্য ছড়াল।যদিও পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
জানা গিয়েছে, আজ আপার বাগডোগরার বালিকা বিদ্যালয়ের ভ্যাকসিনেশন সেন্টারে সকাল থেকে বহু মানুষ লাইনে দাঁড়িয়েছিলেন।তবে ২০০ জনকেই টোকেন দেওয়া হয়।এই নিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে বিবাদ শুরু হয়।পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিজেপির তরফে লক্ষ্মী শর্মা বলেন, গতকাল রাতে তারা জানতে পারেন যে ভ্যাকসিনেশন সেন্টারে ৩০০ জনকে টিকা দেওয়া হবে।কিন্তু আজ ২০০ জনকে টোকেন দেওয়া হয়।তৃণমূলের বিরুদ্ধে কম টোকেন দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি।
অন্যদিকে তৃণমূলের তরফে জানানো হয়, স্বাস্থ্য বিভাগের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ২০০ জনকে টিকা দেওয়া হবে।এরপরও বিজেপির লোকেরা ৩০০ জনকে টিকা দেওয়ার কথা বলে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে।