শিলিগুড়ি, ২৭ জুলাইঃ টিকা নিয়ে দুর্ভোগ কাটার যেন নাম নেই।করোনা টিকা পেতে ৩৬ ঘণ্টারও বেশী সময় ধরে লাইনে লোকজন।রবিবার সন্ধ্যে থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে টিকার জন্য লাইনে দাড়িয়েছিলেন বহু মানুষ।
অধিকাংশ লাইনের পেছনে থাকায় সোমবার আর কুপন পাননি।মঙ্গলবার টিকা পেতে ২ দিন ধরে টানা সেখানেই ছিলেন অনেকে।সোমবার মেডিক্যালের টিকাকরণ কেন্দ্রের সামনেই রাত কাটান সকলে।সেখানেই বসে ছিলেন তারা।তাদের মধ্যে রয়েছে বয়স্করাও।শিলিগুড়ির নানা প্রান্ত থেকে সেখানে টিকা নিতে রাতভর অপেক্ষা করছেন সকলে।
টিকা পেতে মেডিক্যাল কলেজ থেকে শুরু করে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রগুলির বাইরে লম্বা লাইন দেখা যাচ্ছে।কেউ ১২ ঘণ্টা তো কেউ তারও বেশী সময় ধরে অপেক্ষা করছেন।আবার পর্যাপ্ত টিকার জোগান না থাকায় কুপনও অনেকে পাচ্ছেন না।যা ঘিরে ঝামেলাও হচ্ছে বহু জায়গায়।এদিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে টিকার জন্য ঘণ্টার পর ঘণ্টার সেখানে বসে রয়েছেন বহু মানুষ।শেষমেষ একঘেয়েমি কাটাতে লুডো খেলতেও দেখা যাচ্ছে কয়েকজনকে।সঙ্গে টিকা পাওয়ার অপেক্ষা।