শিলিগুড়ি, ১২ সেপ্টেম্বরঃ ভ্যাকসিনের টোকেন দেওয়াকে কেন্দ্র করে শিলিগুড়ির দেশবন্ধু প্রাথমিক হিন্দি বিদ্যালয়ের টিকাকরণ কেন্দ্রে বিক্ষোভ সাধারণ মানুষের।
জানা গিয়েছে, এদিন সকালে ভ্যাকসিন নিতে প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়েছিলেন।এরপরও টোকেন পাননি তারা।অভিযোগ, টোকেন রাতেই বিলি করে দেওয়া হয়েছিল।এরফলে সকালে কেউ টোকেন পাননি।এরপরই ক্ষোভে ফেটে পড়েন ভ্যাকসিন নিতে আসা মানুষেরা।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব, প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার।ঘটনাস্থলে পৌছায় বিশাল পুলিশ বাহিনীও।
এই বিষয়ে গৌতম দেব বলেন, টিকাকরণ নিয়ে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য নিজেই বিভিন্ন টিকাকরণ কেন্দ্র পরিদর্শন করছেন।এখানকার সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে।কেন্দ্রর আধিকারিকদের সকালে টোকেন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, আগামী ৩১ সেপ্টেম্বরের মধ্যে শিলিগুড়ির সকলকে ভ্যাকসিনের প্রথম ডোজ দিয়ে দেওয়া হবে।প্রয়োজন হলে আরও কেন্দ্র বাড়ানো হবে।
অন্যদিকে রঞ্জন সরকার বলেন, সকলের টিকাকরণ হবে।