শিলিগুড়ি, ২২ জুনঃ বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে এবং বেসরকারি হাসপাতালের সহযোগিতায় টিকাকরণ শিবিরের আয়োজন করা হল।মঙ্গলবার বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এই শিবিরের করা হয়।করোনা অতিমারিতে ব্যবসায়ীদের এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবেই এই শিবিরের আয়োজন।
জানা গিয়েছে, এই শিবিরে ১৮ বছরের ঊর্ধ্বে ব্যবসায়ী এবং সাধারণ মানুষ টিকা নিতে পারবেন।আজ ২৫০জনকে ভ্যাকসিন দেওয়া হয়।
বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির তরফে রাজু দে বলেন, প্রয়োজন অনুযায়ী করোনা টিকা সরবরাহ করা হবে।সরকারের কাছে অনুরোধ করা হয়েছিল বিনামূল্যে করোনা টিকা ক্যাম্প করার।তারও ব্যবস্থা করা হবে।
এদিনের শিবিরে উপস্থিত ছিলেন বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যরা।