শিলিগুড়ি, ২৬ জুনঃ লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি গ্রেটার যুব ও লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি সানরাইজ এর উদ্যোগে এবং মেডিকা নর্থবেঙ্গল ক্লিনিকের সহযোগিতায় আজ সেবক রোডে হোটেল টুরিস্ট ইনে টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়।এই শিবিরের মাধ্যমে প্রায় ১ হাজার মানুষকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি সানরাইজ এর সদস্য মুদিত জৈন বলেন, বর্তমান পরিস্থিতিতে শীঘ্রই যাতে মানুষকে টিকা দেওয়া যায় এই কারণেই শিবিরের আয়োজন করা হয়েছে।ইতিমধ্যেই সাতশো জনের রেজিস্ট্রেশন করা হয়েছে।
লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি গ্রেটার যুব এর সভাপতি রবি শঙ্কর মালপানি জানান, লায়ন্স ক্লাবের বিভিন্ন সংস্থার তরফে টিকাকরণ শিবিরের আয়োজন করা হচ্ছে।আজ শিলিগুড়ির সেবক রোডে একটি হোটেলে মেডিকা নর্থবেঙ্গল ক্লিনিকের সহযোগিতায় শিবিরের আয়োজন করা হয়।শিবিরে প্রায় ১ হাজার মানুষকে টিকা দেওয়া হবে।