শিলিগুড়ি,২৩ সেপ্টেম্বরঃ বিনা অনুমতিতে টিকার জন্য লাইনে দাঁড়ানো মানুষের থেকে আধার কার্ড জেরক্স নিয়ে তাঁদের বাড়ি যেতে বলা হয়েছিল। ঘটনায় শিলিগুড়ি জেলা হাসপাতালের এক অস্থায়ী কর্মীকে আটক করল শিলিগুড়ি থানার পুলিশ।
জানা গিয়েছে, বুধবার রাতে প্রচুর মানুষ টিকার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। সেসময় হাসপাতালের এক অস্থায়ী কর্মী তাঁদের থেকে আধার কার্ডের জেরক্স নেন। এরপর বলেন বাড়ি চলে যেতে। সকালে এসে টিকা পেয়ে যাবেন। এতেই সন্দেহ হয় লাইনে দাঁড়ানো মানুষদের। প্রতিবাদ করতেই ঘটনাস্থলে পুলিশ এসে ব্যক্তিকে আটক করে।
নিয়ম রয়েছে যেদিন টিকা দেওয়া হবে সেদিন সকালে পুলিশের উপস্থিতিতে আধার কার্ডের জেরক্স জমা নিয়ে কুপন দেওয়া হবে। অথচ সেই কর্মী তা না করে রাতে পুলিশকে না জানিয়ে কাগজ জমা করছিলেন। তাতেই প্রশ্ন উঠেছে। অনেকের অভিযোগ এভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে টিকার লাইনে পরে অন্যদের দাড় করিয়ে দেওয়া হচ্ছে। অথচ যারা আগের দিন থেকে লাইনে দাঁড়াচ্ছেন তাঁরা আর টিকার কুপন পাচ্ছেন না।