আলিপুরদুয়ার, ১৬ জানুয়ারিঃ কোভিড ভ্যাকসিনেশনের তালিকায় প্রথমেই নাম রয়েছে বিধায়কের আর এই নিয়েই বিতর্ক শুরু হয় আলিপুরদুয়ার জেলা জুড়ে।
আজ থেকেই রাজ্যের প্রতিটি জেলায় শুরু হয় টিকাকরণ।স্বাস্থ্য দপ্তরের নিয়ম অনুযায়ী প্রথমেই করোনা যোদ্ধা তথা স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেওয়া হবে।তবে সেই তালিকায় প্রথমেই নাম রয়েছে আলিপুরদুয়রের বিধায়ক সৌরভ চক্রবর্তীর।তালিকায় বিধায়কের পাশাপাশি মেডিক্যাল অফিসার হিসেবেও উল্লেখ করা হয় তাকে৷এই নিয়েই বিতর্ক শুরু হয়।
যদিও তালিকা নিয়ে বিতর্ক শুরু হতেই সৌরভ চক্রবর্তী জানান, আপাতত টিকা নিচ্ছেন না তিনি।এরপরই অনিয়মের অভিযোগ তোলেন বিরোধীরা।তিনি বলেন, কিভাবে তার নাম তালিকাতে এলো সে বিষয়েও তিনি কিছু জানেন না।আগে করোনা যোদ্ধা এবং সাধারন মানুষ এই ভ্যাকসিন নেবেন তারপরই তিনি ভ্যাকসিন নেবেন। শনিবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে তিনি উপস্থিত থাকলেও ভ্যাকসিন নেননি তিনি।
আলিপুরদুয়ার জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুমন কাঞ্জিলাল বলেন, ‘কেন্দ্রীয় স্বাস্থ্য বিধির নিয়ম ভেঙ্গে বিধায়ককে প্রথমে টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।প্রথমে ফ্রন্টলাইনে থেকে লড়াই করা করোনা যোদ্ধা স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়ার কথা।এটা মানা যায় না’।
আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার ডঃ চিন্ময় বর্মন বলেন, ‘আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের রোগী কল্যান সমিতির চেয়ারম্যান হিসেবে বিধায়ক সৌরভ চক্রবর্তীর নাম টিকা দেওয়ার তালিকায় উঠেছে।স্বাস্থ্য দপ্তরের দেওয়া নির্দেশিকা অনুযায়ী নামটি তালিকাতে রাখা হয়’।